প্রতি ১০ লাখে দেশে করোনা শনাক্ত, সুস্থ ও মৃত্যুহার
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৭ কোটি তিন লাখ ছয় হাজার ৪৬৮ জন। দেশের মোট জনসংখ্যার ভিত্তিতে (প্রতি দশ লাখে) করোনা নমুনা পরীক্ষায় শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হার কত তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর করোনাভাইরাস সম্পর্কিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০ লাখে শনাক্তকৃত রোগীর সংখ্যা ১০.৭৩ জন এবং এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ১৯৪৪.০১ জন।
২৪ ঘণ্টায় প্রতি ১০ লাখে সুস্থ রোগীর সংখ্যা ১৭.৫৯ জন এবং এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা ১৩৫৫.২৩ জন। একইভাবে গত ২৪ ঘণ্টায় প্রতি ১০ লাখে মৃত রোগীর সংখ্যা ০.২৪ জন এবং এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৬.৯৭ জন।
উল্লেখ্য, সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪১ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ২৯ জন ও নারী ১২ জন। ৩৬ জন হাসপাতালে, বাড়িতে তিনজন এবং হাসপাতালে নেয়ার পথে দুজনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৫৯৩ জনে।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১৪ হাজার ৭৯২টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৭৫৫টি নমুনা।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৮২৭ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৩১ হাজার ৭৮ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ৪৫২টি।
এমইউ/বিএ/পিআর