এক সপ্তাহে শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে
অডিও শুনুন
গত এক সপ্তাহে (৬-১২ সেপ্টেম্বর বা ৩৭তম সপ্তাহ) রাজধানীসহ সারাদেশের সরকারি ও বেসরকারি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে মোট ৯৭ হাজার ৫২৩ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে নমুনা পরীক্ষায় ১২ হাজার ৪৭৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে হাসপাতাল ও বাসায় চিকিৎসা গ্রহণ করে ২০ হাজার ৪১৯ জন রোগী সুস্থ হয়ে ওঠেন। এই সময়ে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ২৫৫ জনের মৃত্যু হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) বরাত দিয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ববর্তী এক সপ্তাহের (৩৬তম) তুলনায় গত সপ্তাহে (৬-১৩ সেপ্টেম্বর) নমুনা পরীক্ষা ৫ দশমিক ৮৪ শতাংশ বৃদ্ধি পায়। কিন্তু শনাক্ত হার ১৪ দশমিক ৭৬ শতাংশ হ্রাস পায়। একই সময়ে আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থতার হার ৭ দশমিক ৫৩ শতাংশ বৃদ্ধি পায়। শনাক্তের হার কমলেও ৩৬তম সপ্তাহের তুলনায় ৩৭তম সপ্তাহে মৃত্যুর হার ৫ দশমিক ৮১ শতাংশ বৃদ্ধি পায়।
এদিকে সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ২৫ ও নারী ছয়জন। ৩১ জনের মধ্যে হাসপাতালে ২৮ জন ও বাড়িতে তিনজনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৭৩৩ জনে।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১২ হাজার ৮৫০টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১২ হাজার ৯৯৯টি। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৪৭৬ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৩৭ হাজার ৫২০ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ২৮ হাজার ৪৮০টি।
এমইউ/বিএ/এমকেএইচ