করোনায় প্রাণ গেল পরমাণু শক্তি কমিশনের প্রধান জিওলজিস্টের

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:২২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান জিওলজিস্ট ড. মো. ইব্রাহীম খলিল করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ২টার সময় তিনি মারা যান।

তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রয়াত ড. মো. ইব্রাহীম খলিল ১৯৭২ সালের ১ জুন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

২০০১ সালের ২২ মার্চ কমিশনে জিওলজিস্ট হিসেবে যোগদান করেন। তিনি সাভারে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে গবেষণা কার্যক্রমের পাশাপাশি কমিশনের প্রধান কার্যালয়ের বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটে গুরুত্বপূর্ণ অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

তিনি বিজ্ঞানীদের সংগঠন ‘বায়েসা’র গত কমিটির একজন পরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তার অকাল মৃত্যুতে বায়েসার সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিশনের সব স্তরের কর্মকর্তা-কর্মচারী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।