করোনায় সুস্থতার হার ৭৩ শতাংশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২০
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯২৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৩৩৫ জনে। ফলে সুস্থতার হার ৭২ দশমিক ৯৭ শতাংশে (প্রায় ৭৩ শতাংশ) উন্নীত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সর্বাধিক সুস্থ হয়েছেন ঢাকা বিভাগে; ৮০৬ জন। একই সময়ে সর্বনিম্ন ৪ জন সুস্থ হয়েছেন ময়মনসিংহ বিভাগে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা অন্যান্য বিভাগের রোগীদের মধ্যে চট্টগ্রামে ২৩৭ জন, রংপুরে ৬৫, খুলনায় ২৫১, বরিশাল ৩৭, রাজশাহীতে ৪২৩ এবং সিলেট বিভাগে ১০০ জন সুস্থ হয়েছেন।

উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৫টি ল্যাবে ১২ হাজার ৮১৪টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে- ১২ হাজার ৭৩০টি। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫৪১ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৪৫ হাজার ৮০৫ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৯৬ হাজার ৫০৯টি।

এমইউ/এফআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।