২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুশূন্য বরিশাল-ময়মনসিংহ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২০

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৭ জন মারা গেছেন। এর মধ্যে বরিশাল ও ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশের আট বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ঢাকায় ২৩ জন, চট্টগ্রামে ৫, রাজশাহীতে ২, খুলনায় ৫০, বরিশাল একজন এবং সিলেটে একজন মারা গেছেন।

দেশে গত ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৫ হাজার ৪৪ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ দুই হাজার ৪৯০ (৪৯ দশমিক ৩৭ শতাংশ), চট্টগ্রামে এক হাজার ৪৪ (২০ দশমিক ৭০ শতাংশ), রাজশাহীতে ৩৩৪ (৬ দশমিক ৬২ শতাংশ), খুলনায় ৪২৫ (৮ দশমিক ৪৩ শতাংশ), বরিশালে ১৮৬ জন (৩ দশমিক ৬৯ শতাংশ), সিলেটে ২২৩ জন (৪ দশমিক ৪২ শতাংশ), রংপুরে ২৩৫ (৪ দশমিক ৬৬ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ১০৭ জন (২ দশমিক ১২ শতাংশ) রয়েছেন।

উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০২টি পরীক্ষাগারে ১৩ হাজার ৯৭৭টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১৫০টি।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৬৬ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৫২ হাজার ২৮৭ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬২ হাজার ৬৫৭টি।

এমইউ/এফআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।