দেশে নমুনা পরীক্ষার সংখ্যা ১৯ লাখ ছাড়িয়েছে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০

করোনাভাইরাস শনাক্তে দেশে সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার সংখ্যা ১৯ লাখ ছাড়িয়েছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়।

রোববার (২৮ সেপ্টেম্বর) পর্যন্ত সরকারি-বেসরকারি পর্যায়ে পরিচালিত ১০৫ ল্যাবরেটরিতে মোট ১৯ লাখ ৯ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষা করা হয়।

সর্বমোট নমুনা পরীক্ষার মধ্যে রাজধানীর ৬০টি ল্যাবে ১১ লাখ ৪২ হাজার ১৯৯টি এবং ঢাকার বাইরে অবশিষ্ট ল্যাবে ৭ লাখ ৬৭ হাজার ২৬১টি নমুনা পরীক্ষা করা হয়।

নমুনা পরীক্ষা করে এ পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৫৯ হাজার ১৪৮ জন।

একই সময়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ১৬১ জনের। মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ২ লাখ ৭০ হাজার ৪৯১ জন।

গত ২৪ ঘণ্টায় ১০৫টি পরীক্ষাগারে ১০ হাজার ২৬১টি নমুনা সংগ্রহ ও ১০ হাজার ৬৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ২৭৫ জন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৯৩ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৮১ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৩১ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ জন। তাদের মধ্যে পুরুষ ২২ ও নারী ১০ জন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান।

এমইউ/এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।