করোনার টিকা কিনতে ২৫ কোটি অনুদান দেবে এডিবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২০

অডিও শুনুন

জরুরি ভিত্তিতে করোনার টিকাসহ চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য বাংলাদেশকে ২৫ কোটি ৫০ লাখ টাকা (৩ মিলিয়ন মার্কিন ডলার) অনুদান হিসেবে দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভার্চুয়ালি এ সংক্রান্ত একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে।

বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির পক্ষে প্রতিষ্ঠানটির বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ চুক্তিতে সই করেন।

মনমোহন প্রকাশ বলেন, ‘আমরা এ অনুদান দিতে পেরে খুবই আনন্দিত। অনুদান দিয়ে করোনার টিকা কেনা হবে, যার এখনও উন্নয়ন চলছে। বাংলাদেশ সরকার চাইছে দেশের জনগণের জন্য শুরুতেই এ টিকা পেতে। বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে রয়েছে। ফলে অর্থনৈতিক কার্যক্রম পুরোদমে চলছে।’

‘আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি, যাতে স্বাস্থ্য ও অর্থনীতিতে এর প্রভাব কমে আসে এবং করোনা পরবর্তীতে আর্থ-সামাজিকভাবে এর প্রভাব কাটিয়ে উঠতে পারে।'

উল্লেখ্য, বাংলাদেশে করোনা সঙ্কট মোকাবিলায় এ পর্যন্ত ৬০ কোটি ৩৫ লাখ ডলারের বেশি দিয়েছে এডিবি। এর মধ্যে গত ৭ মে করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে নানা ধরনের ব্যবস্থা নিয়ে বাংলাদেশকে ৫০ কোটি ডলার দেয়া হয়েছে।

৩০ এপ্রিল সহজ শর্তে ১০ কোটি ডলার জরুরি সহায়তা দেয়া হয়েছিল। এ ছাড়া করোনা থেকে নানা ধরনের চিকিৎসা ও সুরক্ষাসামগ্রী কেনার জন্য আরও প্রায় ৩৫ লাখ ডলার অনুদান পেয়েছে বাংলাদেশ।

এডিবি তার সদস্যদেশগুলোকে করোনার প্রভাব মোকাবিলায় স্বল্প ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ নেয়ার জন্য দুই হাজার কোটি ডলারের তহবিল গঠন করেছে।

পিডি/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।