করোনায় মোট মৃতের ৯০.৮৬ শতাংশ চল্লিশোর্ধ্ব
দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৫ হাজার ৫৯৩ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৪ হাজার ৩০৫ জন (৭৬ দশমিক ৯৭ শতাংশ) ও নারী এক হাজার ২৮৮ জন (২৩ দশমিক ০৩ শতাংশ)।
বয়স বিশ্লেষণে দেখা গেছে, করোনায় মোট মৃতের মধ্যে ৯০ দশমিক ৮৬ শতাংশেরই বয়স ৪০ বছরের বেশি। বয়সের হিসেবে শূন্য থেকে ১০ বছর বয়সী ২৭ জন (শূন্য দশমিক ৪৮ শতাংশ), ১১ থেকে ২০ বছর বয়সী ৪৫ জন (শূন্য দশমিক ৮০ শতাংশ), ২১ থেকে ৩০ বছর বয়সী ১২৫ জন (২ দশমিক ২৬ শতাংশ), ৩১ থেকে ৪০ বছর বয়সী ৩১৩ (৫ দশমিক ৬০ শতাংশ), ৪১ থেকে ৫০ বছর বয়সী ৭০৭ জন (১২ দশমিক ৬৪ শতাংশ), ৫১ থেকে ৬০ বছর বয়সী এক হাজার ৪৯৪ জন (২৬ দশমিক ৭১ শতাংশ) এবং ৬০ বছরের ঊর্ধ্বে ২ হাজার ৮৮১ জন (৫১ দশমিক ৫১ শতাংশ)।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৬ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব ৫ জন, পঞ্চাশোর্ধ্ব ২ এবং ষাটোর্ধ্ব ৯ জন রয়েছেন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে ১৪ হাজার ১৬৯টি নমুনা সংগ্রহ হয়। ১৪ হাজার ৪১১টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৮৪ জন।
ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৮২ হাজার ৯৫৯ জন। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ১২ হাজার ৪৪৮টি।
এমইউ/এফআর/এমকেএইচ