২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ সুস্থ ঢাকায় সর্বনিম্ন রংপুরে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ১৪ অক্টোবর ২০২০

গত ২৪ ঘণ্টায় সারাদেশে সর্বমোট এক হাজার ৫৭৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী সুস্থ হয়েছেন ঢাকা বিভাগে এবং সর্বনিম্ন ময়মন‌সিংহে বিভাগে। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৬৮৪জন রোগী।

দেশের বিভিন্ন বিভাগের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ সংখ্যক ৮৫৩ জন এবং সর্বনিম্ন ময়মন‌সিংহ বিভা‌গে ২৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২৬৭ জন, রংপু‌রে ১৩, খুলনায় ১৯৪, বরিশালে ২৯, রাজশাহীতে ১৫৪ এবং সি‌লেট বিভাগে ৪২ জন রোগী সুস্থ হয়ে ওঠেন।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে ১৪ হাজার ১৬৯টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৪১১টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৮৪ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৮২ হাজার ৯৫৯ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ১২ হাজার ৪৪৮টি।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১৬ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১৩ জন ও নারী তিনজন। হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন ১৫ জন এবং বাড়িতে একজন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৫৯৩ জনে।

এমইউ/এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।