নাজিরহাট মাদরাসার মুহতামিম হাবিবুর রহমান কাসেমী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:১১ পিএম, ২৮ অক্টোবর ২০২০

চট্টগ্রামের ফটিকছড়ির শতবর্ষী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদরাসার মুহতামিম (পরিচালক) হিসেবে নিয়োগ পেয়েছেন ভারপ্রাপ্ত মোহতামিম আল্লামা মুফতি হাবিবুর রহমান কাসেমী।

বুধবার (২৮ অক্টোবর) শুরা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ বৈঠক চলে।

সূত্র জানায়, শুরা কমিটির বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী জামিয়া আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদরাসার মুহতামিম (পরিচালক) পদে মাদরাসার ভারপ্রাপ্ত মোহতামিম আল্লামা মুফতি হাবিবুর রহমান, মাওলানা ইয়াহিয়া বিন আবু তাহেরকে সহকারী পরিচালক, মাওলানা ইসমাইল বিন শামসুদ্দিনকে সহযোগী পরিচালক নির্বাচিত করা হয়েছে।

এছাড়াও মাদরাসার সিনিয়র মোহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহ নদভীকে শিক্ষা পরিচালক এবং মাওলানা রবিউল হাসানকে সহকারী শিক্ষা পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

শুরা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, মাদরাসার শিক্ষক মাওলানা সলিমুল্লাসহ ১৩ জনকে সর্বসম্মতিতে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

এর আগে, নাজিরহাট মাদরাসার শুরা কমিটির বৈঠককে কেন্দ্র করে সবধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বুধবার সকাল থেকে নাজিরহাট বাজারের সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। মাদরাসাসহ আশপাশের এলাকায় বিপুল আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নেয়।

প্রসঙ্গত, গত ২৭ মে মাদরাসার মুহতামিম আল্লামা শাহ মুহাম্মদ ইদ্রিস ইন্তেকাল করলে সহকারী পরিচালক মুফতি হাবিবুর রহমান কাসেমীকে ভারপ্রাপ্ত মুহতামিমের দায়িত্ব দেয় শুরা কমিটি।

আবু আজাদ/এফআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।