করোনায় সর্বোচ্চ মৃত্যু ঢাকায়, সর্বনিম্ন ময়মনসিংহে
নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৯ জনসহ সর্বমোট পাঁচ হাজার ৯০৫ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ৪ হাজার ৫৪১ জন (৭৬ দশমিক ৯১ শতাংশ) ও নারী এক হাজার ৩৬৪ জন (২৩ দশমিক শূন্য ৯ শতাংশ)। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বাধিক সংখ্যক তিন হাজার ৬৬ জন (৫১ দশমিক ৯২ শতাংশ) ঢাকা বিভাগে এবং সর্বনিম্ন ময়মনসিংহ বিভাগে ১২২ জনের (দুই দশমিক শূন্য ৭ শতাংশ) মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় মৃত ১৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে দুইজন, রাজশাহীতে একজন, খুলনায় দুইজন এবং বরিশালে একজন রয়েছেন।
আজ (৩০ অক্টোবর) পর্যন্ত অবশিষ্ট বিভাগগুলোতে চট্টগ্রাম বিভাগে এক হাজার ১৭১জন (১৯ দশমিক ৮৩ শতাংশ), রাজশাহী বিভাগে ৩৭১ জন (ছয় দশমিক ২৮ শতাংশ), খুলনা বিভাগে ৪৬৮ জন (সাত দশমিক ৯৩ শতাংশ), বরিশাল বিভাগে ২০০ জন (তিন দশমিক ৩৯ শতাংশ), সিলেট বিভাগে ২৪৫ জন (চার দশমিক ১৫ শতাংশ), রংপুর বিভাগে ২৬২ জন (চার দশমিক ৪৪ শতাংশ) জনের মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় ১১২টি ল্যাবরেটরি থেকে ১৪ হাজার ৩৩১টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ১৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৩ লাখ ২৪ হাজার ৭৩০ জন। নমুনা পরীক্ষায় নতুন এক হাজার ৬০৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৪ লাখ ৬ হাজার ৩৬৪ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এক হাজার ৪২২ জন। এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ২২ হাজার ৭০৩ জন।
এমইউ/জেএইচ/জেআইএম