করোনায় সুস্থতার হার ৮০ শতাংশের বেশি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ০৪ নভেম্বর ২০২০
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সুস্থতার হার ৮০ শতাংশ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৯১০ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৩১ হাজার ৬৯৭ জন।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১৪টি পরীক্ষাগারে ১৪ হাজার ৩২৮টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৯১৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৩ লাখ ৮৯ হাজার ৬৭৭টি। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৫১৭ জন। ফলে দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ১৪ হাজার ১৬৪ জন। আর সুস্থ হয়েছেন তিন লাখ ৩১ হাজার ৬৯৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ০৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা এক হাজার ৯১০ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৩২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৬৯ জন, রংপুর বিভাগে ১৮ জন, খুলনা বিভাগে ৭৬ জন, বরিশাল বিভাগে ২১ জন, রাজশাহী বিভাগে ৩৬ জন, সিলেট বিভাগে ৬০ জন ও ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।

এমইউ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।