করোনাবিষয়ক জাতীয় কমিটির সভাপতি করোনায় আক্রান্ত

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:২৪ পিএম, ০৪ নভেম্বর ২০২০

মহামারি করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বর্তমানে তিনি নিজ বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা আপাতত ভালো।

বুধবার (৪ নভেম্বর) রাতে জানতে চাইলে বিএমডিসির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. আরমান হোসেন ডা. শহীদুল্লাহর করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত কয়েকদিন ধরে ডা. শহীদুল্লাহ ঠান্ডা ও জ্বরে ভুগছিলেন। পরে করোনার নমুনা পরীক্ষা করতে দিয়েছিলেন।

যোগাযোগ করে তিনি জানতে পারেন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে তার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বাসাতেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন। বড় ধরনের কোনো জটিলতা নেই।

ডা. শহীদুল্লাহ জাতীয় পরামর্শক কমিটির সভাপতি হিসেবে করোনার সংক্রমণ ও মৃত্যু রোধে শুরু থেকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছিলেন।

এমইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।