সিনিয়র সচিব কবির বিন আনোয়ার করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৮ এএম, ১০ নভেম্বর ২০২০

পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার করোনায় আক্রান্ত। তিনি এখন হোম আইসোলেশনে আছেন।

সিনিয়র সচিবের একান্ত সচিব (পিএস) এস এম সাদিক তানভীর জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘স্যার সম্প্রতি করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তবে তার কোনো জটিলতা নেই। হাসপাতালেও যেতে হয়নি। সচিব স্যার এখন বাসায় আইসোলেশনে আছেন।’

কবির বিন আনোয়ার বিসিএস প্রশাসন ক্যাডারের সপ্তম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী কমিশনার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন।

তিনি সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেন।

তাছাড়া সহকারী সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়, ফার্স্ট সেক্রেটারি হিসেবে নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাস, সিনিয়র সহকারী সচিব হিসেবে অর্থ মন্ত্রণালয়, উপসচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং সরকারের অতিরিক্ত সচিব হিসেবে মহাপরিচালক (প্রশাসন) প্রধানমন্ত্রীর কার্যালয় পদে কর্মরত ছিলেন।

আরএমএম/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।