শ্রম সচিব আব্দুস সালাম করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৫ পিএম, ১৬ নভেম্বর ২০২০

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত কিছুদিন ধরে শ্রম সচিবের শারীরিক দুর্বলতা দেখা দিলে তিনি গতকাল (রোববার) করোনা টেস্ট করান। সোমবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

শ্রম সচিবের শারীরিক দুর্বলতা ছাড়া অন্য কোন উপসর্গ নেই। তিনি বাসায় আইসোলেশনে আছেন। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আব্দুস সালাম।

আরএমএম/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।