২৪ ঘণ্টায় দুই বিভাগে করোনায় মৃত্যু নেই
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২১ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১৪ ও নারী ৭ জন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ২৭৫ জনে।
গত ২৪ ঘণ্টায় অধিকাংশ বিভাগেই অর্থাৎ আটটি বিভাগের ছয়টিতেই করোনা আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু হয়। মৃত ২১ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৩, চট্টগ্রামে তিনজন, রাজশাহীতে একজন, খুলনা দুইজন, বরিশালে একজন এবং রংপুর বিভাগে একজন রয়েছেন। অবশিষ্ট মাত্র দুটি বিভাগে (সিলেট ও ময়মনসিংহ) গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যায়নি।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ১১৭টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৫৯৮টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৬ হাজার ৪৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৫ লাখ ৮৯ হাজার ৪২১টি। ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ১১১ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৩৮ হাজার ৭৯৫ জনে।
রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৮৯৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৪ হাজার ৭৮৮ জন।
এমইউ/জেএইচ/এমএস