করোনা শনাক্তে নমুনা পরীক্ষার সংখ্যা ২৬ লাখ ছাড়ালো
গত মার্চ থেকেই দেশে করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এ ৯ মাসে (মার্চ-নভেম্বর) দেশের সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ২৬ লাখ ছাড়িয়েছে।
প্রথমদিকে সীমিত পরিসরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পরীক্ষা শুরু হয়। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে ল্যাবরেটরির সংখ্যা বাড়তে থাকে। রাজধানীসহ সারাদেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে বর্তমানে ১১৭টি ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত করোনা শনাক্তে নমুনা পরীক্ষার সংখ্যা হয়েছে ২৬ লাখ ৬ হাজার ৯৫২টি।
গত ২৪ ঘণ্টায় ১১৭টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৮২৩টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ৫৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৬ লাখ ৬ হাজার ৯৫২টি।
এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৩৬৪ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৪১ হাজার ১৫৯ জনে। রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ৭২২ জন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩০ জন মারা গেছেন। এর মধ্যে ২৫ জন পুরুষ ও ৫ জন নারী। ৩০ জনের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৩০৫ জনে।
এমইউ/এফআর/জেআইএম