শুধু করোনার টিকা আমদানিই নয়, অনেক মানুষকে দিতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনা ভ্যাকসিন সংগ্রহ ও সেটার দেয়ার জন্য আমাদের ভালো করে ব্যবস্থা নিতে হবে। শুধু ভ্যাকসিন আমদানিই নয়, অনেক সংখ্যক মানুষকে দিতে হবে।’
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আলোচনার ফাঁকে এ কথা বলেন প্রধানমন্ত্রী। সভা শেষে দুপুরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে প্রধানমন্ত্রীর এসব বক্তব্য তুলে ধরেন পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ সদস্য মো. আসাদুল ইসলাম।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর দেয়া আরও নির্দেশনা তুলে ধরে সচিব বলেন, ‘ভ্যাকসিন দেয়ার জন্য যথাযথ প্রশিক্ষণ দেয়া, সময়মতো পৌঁছানো, কোল্ড চেন মেনটেন (ভ্যাকসিনের কার্যকারিতা ঠিক রাখতে হিম তাপমাত্রা ঠিক রাখা) করা, যাতে কার্যকরভাবে কাজটি করা যায়। একই সঙ্গে ভ্যাকসিন দেয়ার ফলে যে বর্জ্য তৈরি হবে, (সিরিঞ্জ, তুলা ইত্যাদি) সেগুলো যেন ভালোভাবে ব্যবস্থাপনা করা হয়, সে লক্ষ্যে ব্যবস্থা রাখতে হবে।’
করোনার দ্বিতীয় ঢেউ যথাযথভাবে মোকাবিলা করারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
পিডি/এসএস/এমকেএইচ