করোনায় সুস্থতার হার ৮৩ শতাংশ ছাড়াল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ০৭ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সুস্থতার হার ৮৩ শতাংশ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় ১৩৭টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৯৮৩টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৩৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৮ লাখ ৭৭ হাজার ৫৩৮টি।

একই সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ১৯৮ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৭৯ হাজার ৭৪৩ জনে।

বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৬৬৩ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৯৮ হাজার ৬২৩ জনে। নমুনা পরীক্ষার সংখ্যা ও শনাক্তকৃত করোনা রোগীর বিবেচনায় সুস্থতার হার ৮৩ দশমিক ০৯ শতাংশ।

সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা ২ হাজার ৬৬৩ জনের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৯২০, চট্টগ্রামে ৫৩৫, রংপুরে ৭৩, খুলনায় ৩৫, বরিশালে ২৫, রাজশাহীতে ৩৯, সিলেটে ২২ এবং ময়মনসিংহে ১৪ জন রয়েছেন।

এমইউ/জেএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।