মাস্কবিহীন যাত্রীদের চট্টগ্রাম প্রবেশে বাধা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:০৭ পিএম, ০৯ ডিসেম্বর ২০২০

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকেই চট্টগ্রামের জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন নগড়বাসীকে সচেতন করতে নিয়মিত প্রচার চালিয়ে যাচ্ছে। প্রতিদিনই পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। কিন্তু এরপরও নগরের সর্বত্রই চোখে পরে মাস্কবিহীন ঘোরাঘুরি। তাই এবার মাস্ক ছাড়া কোনো যাত্রীকে বন্দরনগরী চট্টগ্রামে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন নিজেই নেমেছেন এ যাত্রায়। বুধবার (৯ ডিসেম্বর) ভোর থেকে নগরের পাঁচটি প্রবেশ পথে নিজে দাঁড়িয়ে মাস্কবিহীন যাত্রীদের নগরে প্রবেশে বাধা দিয়েছেন। শুধু তাই নয়, এসময় তাদের নগরের ভেতর থেকেই বের করে দেওয়া হয়।

jagonews24

নগরের পাঁচটি প্রবেশ পথ হলো- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেইট, চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের অক্সিজেন মোড়, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাপ্তাই রাস্তার মাথা এবং দক্ষিণ চট্টগ্রাম থেকে শহরে প্রবেশের দুই পথ কালুরঘাট সেতু-শাহ আমানত সেতু।

jagonews24

সকাল ১০ টার দিকে শাহ আমানত সেতু এলাকায় গিয়ে দেখা যায়, দক্ষিণ চট্টগ্রাম থেকে আগত প্রতিটি গাড়ি তল্লাশি করছেন সিটি কর্পোরেশন প্রশাসক। এসময় মাস্কবিহীন বেশ কয়েকজন পুরুষ যাত্রীকে সেতুর মাঝ পথেই নামিয়ে আবারো বাড়িতে ফেরত পাঠানো হয়। এছাড়া মাস্ক ছাড়া নারী ও শিশু যাত্রীদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

ইএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।