১০ মাসে ১৩ লাখের বেশি বিদেশফেরত যাত্রীর স্ক্রিনিং সম্পন্ন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:৫২ পিএম, ১০ ডিসেম্বর ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে দেশের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্র বন্দর ও রেল স্টেশন দিয়ে আগত বিদেশফেরত যাত্রীদের হেলথ স্ক্রিনিং করা হচ্ছে।

গত ১০ মাসে দেশের বিভিন্ন বিমান/সমুদ্র/স্থল বন্দর ও রেল স্টেশন দিয়ে আগত সর্বমোট ১৩ লাখ ১০ হাজার ৪২ জন বিদেশফেরত যাত্রীর স্ক্রিনিং সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ লাখ ৩১ হাজার ৮৩৬ জন, স্থলবন্দরে ৪ লাখ ১৬ হাজার ৮৮২ জন এবং সমুদ্র বন্দরে ৫৪ হাজার ২৯২ জন যাত্রীর স্ক্রিনিং সম্পন্ন হয়।

এছাড়া ক্যান্টনমেন্ট রেল স্টেশনে এখন পর্যন্ত ৭ হাজার ২৯ জনের স্ক্রিনিং করা হয়। বর্তমানে আন্তঃদেশীয় রেল যোগাযোগ বন্ধ থাকায় ক্যান্টনমেন্ট রেল স্টেশনে স্ক্রিনিং কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৯৭ জনের স্ক্রিনিং করা হয়। তাদের মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ হাজার ৮৫৫ জন, স্থল বন্দরে ৩২৪ জন এবং সমুদ্র বন্দরে ২১৮ জন যাত্রীর স্ক্রিনিং করা হয়।

এমইউ/এআরএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।