যুক্তরাজ্য থেকে দিনে ফিরছেন ২২ জন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০৯ জানুয়ারি ২০২১
ফাইল ছবি

যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের মাধ্যমে যাতে করোনাভাইরাস না ছড়াতে পারে সে লক্ষ্যে গত ১ জানুয়ারি থেকে যুক্তরাজ্য-ফেরত সব যাত্রীর জন্য ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন (সরকারি ব্যবস্থাপনায় কিংবা সরকার নির্ধারিত আবাসিক হোটেলে) আবশ্যক করেছে সরকার।

১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের কথা জেনেও থেমে নেই যুক্তরাজ্য থেকে ফেরা। গত ২ জানুয়ারি সকাল ৮টা থেকে ৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত গত আট দিনে যুক্তরাজ্য থেকে সর্বমোট ১৭৪ জন যাত্রী ফেরত এসেছেন অর্থাৎ গড়ে প্রতিদিন প্রায় ২২ জন যাত্রী ফেরত এসেছেন।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় (৮ জানুয়ারি সকাল ৮টা থেকে ৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ২৬টি ফ্লাইটে ৩ হাজার ৯৯৩ জন যাত্রী আসেন। তাদের মধ্যে পাঁচটি ফ্লাইটের ৩১ জন যুক্তরাজ্য ফেরত যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

জানা গেছে, যুক্তরাজ্য ফেরত যাত্রীদের প্রায় সকলেই আবাসিক হোটেলের কোয়ারেন্টাইনে থাকছেন। গত ২ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে যথাক্রমে ২১ জন, ১৮ জন, ১৩ জন, ২০ জন, ২২ জন, ৩০ জন, ১৯ জন এবং ৩১ জন।

এমইউ/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।