ভ্যাকসিনের বাহন ও সংরক্ষণের বিষয়ে জানতে চায় ভারতীয় হাইকমিশন
করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার দেবে ভারত। এই টিকা বিমানবন্দর থেকে পরিবহনের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ট্রাক ও ভ্যান এবং সংরক্ষণের বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে ভারতীয় হাইকমিশন।
জানা গেছে, ভারত থেকে বিশেষ বিমানযোগে ২০ লাখ ডোজ কোভিড-১৯ টিকা বাংলাদেশে আসবে। এই টিকা পরিবহনের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ট্রাক-ভ্যান সম্পর্কে বিস্তারিত জানাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের (জনসংখ্যা-২) সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত একটি চিঠি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সরকার করোনা মোকাবিলায় জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ইতোমধ্যে জাতীয় ভ্যাকসিন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর ধারাবাহিকতায় ভারত সরকার বাংলাদেশকে সিরাম ইনস্টিটিউটের প্রস্তুতকৃত ২ মিলিয়ন (২০ লাখ) অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেবে। এই ভ্যাকসিনের চালানটি ভারতের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এতে আরও বলা হয়, বিমানবন্দন থেকে ভ্যাকসিন পরিবহনের যেসব বাহন (ট্রাক/ভ্যান) ব্যবহার করা হবে তার বিস্তারিত বিবরণ ভারতীয় হাইকমিশন থেকে চাওয়া হয়েছে। বিমানবন্দর থেকে ভ্যাকসিন পরিবহনে যেসব ট্রাক-ভ্যান ব্যবহার করা হবে তার বিস্তারিত প্রতিবেদন জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেয়া হলো।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনের পাঠানো সেই চিঠিতে কিছু তথ্য জানতে চাওয়া হয়েছে। চিঠিতে তারা যানবাহনের বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে। ভ্যাকসিনের ইমপোর্ট লাইসেন্স ইস্যু করা, বাংলাদেশ কিভাবে ভ্যাকসিনটি গ্রহণ করবে, কাস্টমসে শুল্ক ছাড়, ভ্যাকসিন টেস্ট না করার বিষয়ে জানতে চাওয়া হয়েছে।
এছাড়া বিমানবন্দরের কাছাকাছি ভ্যাকসিন সংরক্ষণের ব্যবস্থা রাখা এবং সংরক্ষণের জায়গাটির অবশ্যই ২ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রা নিশ্চিত করতে হবে বলেও চিঠিতে জানানো হয়েছে।
আইএইচআর/এমআরআর/এমকেএইচ