করোনা শনাক্তে নমুনা পরীক্ষা ৩৫ লাখ ছাড়াল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ২০ জানুয়ারি ২০২১
ফাইল ছবি

দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তে নমুনা পরীক্ষার সংখ্যা ৩৫ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৯৯টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৪১০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৫ লাখ ৬৬৭টিতে।

মোট নমুনা পরীক্ষার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২৭ লাখ ৪৭ হাজার ৪২০টি ও বেসরকারি ব্যবস্থাপনায় সাত লাখ ৫৩ হাজার ২৪৭টি নমুনা পরীক্ষা করা হয়।

এ পর্য়ন্ত নমুনা পরীক্ষায় করোনা রোগী শনাক্ত হয়েছে পাঁচ লাখ ২৯ হাজার ৬৮৭ জন। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ১৫ দশমিক ১৩ শতাংশ।

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত হয়েছে ৬৫৬ জন। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার চার দশমিক ২৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে মারা গেছেন আটজন। এটিই গত সাড়ে আট মাসে ২৪ ঘণ্টায় সর্বনিম্ন মৃত্যু। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৯৫০ জনে।

দেশে গত ৮ মার্চ করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়। শুরুর দিকে শুধুমাত্র সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর ল্যাবরেটরিতে পরীক্ষা হলেও বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে ১৯৯টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হচ্ছে।

এমইউ/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।