ভ্যাকসিন নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে গুজব ছড়ানো হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৩ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২১
ছবি : মাহবুব আলম

করোনা ভ্যাকসিন নিয়ে কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভ্যাকসিন নেয়ার পর তিনি এ মন্তব্য করেন।

কৃষিমন্ত্রী বলেন, করোনায় আমাদের কিছু মানুষ মারা গেছেন। আমরা মনে করি এই টিকা মানবজাতির বড় অর্জন। এটা অনেক নিরাপদ, আমি স্বস্তিবোধ করছি।

তিনি আরও বলেন, ভ্যাকসিন নিয়ে যারা গুজব ছড়াচ্ছে, তারা উদ্দেশ্যেপ্রণোদিত হয়ে গুজব ছড়াচ্ছে। উন্নতবিশ্বের লাখ লাখ মানুষ নিচ্ছে, এটা নিয়ে এত গুজব ছড়ানোর তো কারণ নেই। ভ্যাকসিনের কিছু না কিছু উপকারিতা তো অবশ্যই আছে।

এসএম/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।