বিএসএমএমইউতে তৃতীয় দিনে ৮৯৮ জনের টিকাগ্রহণ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) টিকাদান কেন্দ্রে তৃতীয় দিনে নতুন আরও ৮৯৮ জন করোনা টিকা নিয়েছেন। এ নিয়ে বিএসএমএমইউতে মোট ১ হাজার ৬৫৭ জন করোনার টিকা নিলেন।

রাজধানীর মিন্টু রোডে অবস্থিত বিএসএমএমইউ’র কনভেনশন সেন্টারে আটটি বুথে টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।

এই টিকাদান কর্মসূচির তৃতীয় দিন সোমবার (৮ ফেব্রুয়ারি) ৮৯৮ জন এবং দ্বিতীয় দিন রোববার (৭ ফেব্রুয়ারি) ৫৬০ জন টিকা নিয়েছেন। এর আগে গত ২৮ জানুয়ারি প্রথম দিন ১৯৯ জন করোনা টিকা নিয়েছিলেন।

সোমবার দুপুরে টিকাদান কর্মসূচি কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

এ সময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কনক কান্তি বড়ুয়া জানান, বিএসএমএমইউ কনভেনশন সেন্টারে প্রতিদিন ১ হাজার থেকে এক হাজার ২০০ জনের টিকা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। মানুষের সুবিধার্থে স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থাও রাখা হয়েছে। কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার টিকা নেয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারের কোভিড-১৯ টিকাদান কর্মসূচি শুরু হয়।

আজ মোট আটটি বুথে টিকাদান কার্যক্রম চলে। বিচারপতিগণ, সেনা কর্মকর্তা, দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বয়স্ক নাগরিকবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা টিকা নিয়েছেন।

কোভিড-১৯ টিকাদান কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিএসএমএমইউ কনভেনশন সেন্টারে তথ্যকেন্দ্র, ওয়েটিং রুম, আটটি বুথ, পোস্ট কোভিড অপেক্ষাগার, আট শয্যার সিক বেড, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ও ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞসহ বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের সমন্বয়ে দুটি চিকিৎসক টিম, চারটি এইচডিইউ, কেবিন ব্লকে চারটি শয্যা ও দুটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।

এমইউ/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।