টিকাদানের বয়সসীমা আরও কমতে পারে : সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২১

প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন, ‘টিকাগ্রহণের বয়সসীমা আরও কমানোর সম্ভাবনা আছে।’

তিনি বলেন, ‘আমরা মনে করছি- টিকা প্রদানের বয়সসীমা কমলে মানুষের আগ্রহ আরও বাড়বে। প্রধানমন্ত্রী বয়সটা আরও রিল্যাক্স করার কথা ভাবছেন।’

বুধবার (১০ ফেব্রুয়ারি) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকা নেয়ার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এর আগে গত সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, ‘৪০ বছর বয়সী মানুষ এখন টিকা নিতে পারবেন।’ এর দুইদিন পর সালমান এফ রহমান বয়সসীমা আরও কমানোর ইঙ্গিত দিলেন।

সালমান এফ রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সাহসী সিদ্ধান্ত না নিতেন তাহলে এত দ্রুত আমরা টিকা পেতাম না। টিকা অনুমোদনের আগে তিনি (প্রধানমন্ত্রী) ৬০ মিলিয়ন ডলার অগ্রিম দিতে রাজি হয়েছিলেন। এই কারণে অনেক দেশের আগে আমরা টিকা পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘টিকা নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে। এটা স্বাভাবিক। যদিও ব্যক্তিগতভাবে আমাকে নিয়ে সমালোচনা করেছে লোকজন। আমি মনে করি- সমালোচনা যারা করতেছে তারা এমনেও করবে, ওমনেও করবে। কিন্তু বেশিরভাগ মানুষ আমাদের উদ্যোগের প্রশংসা করছেন।’

এর আগে দুপুর ১২টা ৪৫ মিনিটে সালমান এফ রহমান এমপি টিকা নিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পৌঁছান। এ সময় তার সঙ্গে পরিবারের সদস্যদেরও দেখা গেছে।

এসএম/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।