সুবিধা বঞ্চিতদের টিকার আওতায় আনার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২১
সচিবালয় ক্লিনিকে বৃহস্পতিবার সস্ত্রীক টিকা নিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী

সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধীদের করোনাভাইরাসের টিকার আওতায় আনার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে সস্ত্রীক করোনার টিকা গ্রহণ করার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নুরুজ্জামান আহমেদ বলেন, ‘ভয়ভীতির মধ্যে না থেকে ৪০ বছরের ঊর্ধ্বে সবার টিকা নেয়া উচিত। টিকা নেয়ার বিষয়ে আমার মধ্যে কোনো ভয়ভীতি নেই। যেহেতু এই টিকা নিতেই হবে, এটার কোনো বিকল্প নেই, তাই নিয়ে নেয়াই ভালো। বঙ্গবন্ধুকন্যা দেশরত্ম শেখ হাসিনা করোনাভাইরাসকে নিয়ে উনার যে চিন্তা-চেতনা, মানুষকে কীভাবে করোনা থেকে মুক্ত করা যায় সেজন্য তিনি তার মেধা, প্রজ্ঞা, শ্রম দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নত বিশ্ব যেখানে করোনাভাইরাস মোকাবিলায় পুরোপুরি সফল হতে পারেনি, তবে প্রধানমন্ত্রী সফল হয়েছেন।’

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি উপজেলায় সুবিধা বঞ্চিত মানুষদেরকে করোনাভাইরাসের টিকা যাতে দেয়া যায়, সেজন্য নির্দেশনা দেয়া আছে। জনপ্রতিনিধি ও রাজনৈতিক কর্মীরা সেখানে সহযোগিতা করছেন। উপজেলাভিত্তিক তালিকা দেয়া আছে। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা দেয়া আছে যে, সুবিধা বঞ্চিত মানুষজনকে করোনাভাইরাসের টিকা অবশ্যই দেয়া হবে।’

আইএইচআর/এমএসএইচ/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।