করোনা পরীক্ষায় যুক্ত হলো আরও চারটি ল্যাব

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২১
ছবি: সংগৃহীত

করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য রাজধানীসহ সারাদেশে আরও চারটি ল্যাবরেটরি যুক্ত হয়েছে। নতুন চারটিসহ দেশব্যাপী ল্যাবরেটরির সংখ্যা বেড়ে হয়েছে ২১০টি।

এগুলোর মধ্যে ১১৬টি আরটি পিসিআর, ২৯টি জিন এক্সপার্ট এবং ৬৩টি র‍্যাপিড এন্টিজেন ল্যাব। এর মধ্যে সরকারি ১৪৩টি (৫১টি আরটি পিসিআর, ২৭টি জিন এক্সপার্ট ও ৬৫টি র‍্যাপিড এন্টিজেন) এবং বেসরকারি পর্যায়ে রয়েছে ৬৭টি (৬৫টি আরটি পিসিআর ও জিন এক্সপার্ট ২টি)।

বৃহস্পতিবার ( ১১ ফেব্রুয়ারী ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।

এই মহামারিতে গত ২৪ ঘণ্টায় নয় জনসহ মোট ৮ হাজার ২৪৮ জনের মৃত্যু হয়েছে।

এমইউ/এসএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।