‘সাগরে ভাসমান রোহিঙ্গারা বাংলাদেশের জলসীমা থেকে দূরে’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:১১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২১

সাগরে রোহিঙ্গাদের নিয়ে আটকে পড়া নৌযানটি বাংলাদেশের জলসীমা থেকে অনেক দূরে রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোহিঙ্গাদের নিয়ে বিবিসির এক প্রতিবেদনের প্রেক্ষিতে এ কথা বলা হয়। ২৫ ফেব্রুয়ারি এ বিষয়ে বিবৃতি দেয় মন্ত্রণালয়।

সেখানে বলা হয়, ‘নৌযানটির অবস্থান বাংলাদেশ থেকে আনুমানিক ১৭০০ কিলোমিটার দূরে রয়েছে। যা মিয়ানমার থেকে আনুমানিক ৪৯২ কিলোমিটার, থাইল্যান্ড থেকে ৩৬৩ কিলোমিটার, ইন্দোনেশিয়া থেকে ২৮১ কিলোমিটার ও ভারত থেকে ১৪৭ কিলোমিটার দূরে।’

আরও বলা হয়, ‘এর আগে সমুদ্রে ভাসমান রোহিঙ্গাদের উদ্ধারে আশপাশের অন্যান্য দেশ অস্বীকৃতি জানালেও বাংলাদেশ সরকারই এসব লোককে উদ্ধারে এগিয়ে আসে। ঢাকা মনে করে, আটকে পড়া নৌযানটি যে দেশের জলসীমায় ভাসছে সেই দেশের প্রাথমিক দায়িত্ব হচ্ছে এটিকে উদ্ধার করা। তাদের উচিত আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের দায়বদ্ধতা ও দায়িত্ব-বহনের নীতি পালন করা।’

সম্প্রতি জাতিসংঘের বরাত দিয়ে রোহিঙ্গাদের নিয়ে একটি প্রতিবেদন করে বিবিসি। যার শিরোনাম দেয় ‘রোহিঙ্গা সংকট : সমুদ্রে ভাসমান শরণার্থীদের উদ্ধারের আহ্বান জাতিসংঘের’।

এই প্রতিবেদনটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করে বাংলাদেশ। এর প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।