চট্টগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আবদুস সাত্তার (৭৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে আগ্রাবাদের চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবদুস সাত্তার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাতটার দিকে এক বৃদ্ধ রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ওই বৃদ্ধ মারাত্মকভাবে আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া বলেন, সকাল আটটার দিকে সড়ক দুর্ঘটনায় আহত আবদুস সাত্তার নামে এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমআরআর/এএসএম