প্রতি ১০ লাখ জনসংখ্যায় করোনায় মৃত্যু ৫০

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ১২ মার্চ ২০২১
ফাইল ছবি

দেশে প্রতি ১০ লাখ জনসংখ্যায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫০ জন অর্থাৎ অর্ধশত মানুষের মৃত্যু হচ্ছে। একই হিসেবে প্রতি ১০ লাখে তিন হাজার ২৬০ জন নতুন রোগী শনাক্ত এবং দুই হাজার ৯৯০ জন রোগী সুস্থ হচ্ছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে, বর্তমানে দেশের মোট জনসংখ্যা ১৭ কোটি তিন লাখ ছয় হাজার ৪৬৮ জন। সেই হিসাবে প্রতি ১০ লাখে তিন হাজার ২৬০ জন করোনায় আক্রান্ত, দুই হাজার ৯৯০ জন সুস্থ এবং ৫০ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় দেশের ২১৯টি ল্যাবে ১৬ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৬৬ জন। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ জন ও বাসায় একজন মারা যান।

এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫১৫ জনে এবং মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৫৫ হাজার ২২২ জনে। রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ২৫২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৯ হাজার ১৭২ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ১১ মার্চ পর্যন্ত মোট মৃত্যু ৮ হাজার ৫১৫ জন। এদের মধ্যে পুরুষ ৬ হাজার ৪৪২ জন ও নারী দুই হাজার ৭৩ জন।

এমইউ/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।