করোনার প্রকোপ বাড়লেও শেয়ারবাজারে লেনদেন চলবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০০ পিএম, ১৮ মার্চ ২০২১

করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় লেনদেন বন্ধ হয়ে যেতে পারে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ায় আজ দেশের শেয়ারবাজারে বড় দরপতন দেখা দিয়েছে। তবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বলছে- ব্যাংক খোলা থাকলে করোনার প্রকোপ বাড়লেও শেয়ারবাজারে লেনদেন বন্ধ হবে না।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, আজ লেনদেনের শুরুতে শেয়ারবাজরে বড় ধরনের দরপতন দেখা দেয়। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে আমরা জানতে পেরেছি, গুঞ্জন ছড়িয়েছে করোনার প্রকোপ বাড়ায় শেয়াবাজারে লেনদেন বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু শেয়ারবাজারে লেনদেন বন্ধ করার কোনো পরিকল্পনা কমিশনের নেই।

তিনি আরও বলেন, ব্যাংক যদি খোলা থাকে করোনার প্রকোপ যতই বাড়ুক শেয়ারবাজার খোলা থাকবে। ব্যাংক খোলা থাকলে শেয়ারবাজারে লেনদেন বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই।

এদিকে বৃহস্পতিবার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে বড় দরপতন দেখা দেয়। সময়ের সঙ্গে পতনের এ মাত্রা বেড়েছে। বড় দরপতনের এক পর্যায়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের লাইভ আপডেট দেখানো বন্ধ হয়ে যায়।

ডিএসইর লাইভ আপডেট বন্ধ হওয়ার সুযোগে একটি কারসাজি চক্র এই গুঞ্জন ছড়াতে সহায়তা করেছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ডিএসইর একাধিক সদস্য বলেন, প্রায় এক ঘণ্টা ডিএসইর ওয়েবসাইটে লাইভ আপডেট দেখানো বন্ধ ছিল। এতে একটি চক্র বাজারে গুঞ্জন ছড়িয়ে দেয় করোনার প্রকোপ বাড়ায় শেয়ারবাজরে লেনদেন বন্ধ হয়ে যেতে পারে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, প্রথম ১ ঘণ্টা ১৪ মিনিটের লেনদেন ডিএসইর প্রধান সূচক ৫৩ পয়েন্ট কমে যায়। এর পরই বন্ধ হয়ে যায় ডিএসইর লাইভ আপডেট। ১১টা ১৪ মিনিটে বন্ধ হয়ে যাওয়া লাইভ আপডেট ৪৬ মিনিট বন্ধ থাকার পর দুপুর ১২টা থেকে আবার শুরু হয়।

লাইভ আপডেট বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান জাগো নিউজকে বলেন, একটা সুইচে সমস্যা হওয়ায় ওয়েবসাইটের লাইভ আপডেট বন্ধ হয়ে যায়। তবে লেনদেন চলমান রয়েছে। লেনদেনের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না।

প্রায় এক ঘণ্টা ডিএসইর ওয়েবসাইটে লাইভ বন্ধ রাখার প্রকৃত কারণ খুঁজে বের করেতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা। তারা বলছেন, ডিএসইর ওয়েবসাইটে লাইভ আপডেট বন্ধ রাখার কারণেই কারসাজি চক্র শেয়ারবাজারে লেনদেন বন্ধ হয়ে যেতে পারে এমন গুঞ্জন ছড়িয়েছে। যা বাজারের দরপতন বাড়িয়েছে। তাই বাজারে দরপতন ঘটানোর ক্ষেত্রে ডিএসইর কেউ জড়িত কি-না তা ক্ষতিয়ে দেখা উচিত।

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জাগো নিউজকে বলেন, ডিএসইর ওয়েবসাইটের সমস্যার বিষয়ে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি। ওয়েবসাইটের আপডেট বন্ধ থাকলেও লেনদেনের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। তারপরও এ বিষয়ে অন্য কিছু আছে কি-না তা আমরা ক্ষতিয়ে দেখবো।

এমএএস/এমআরআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।