হরতালের প্রভাবে ক্রেতা সমাগম কমেছে রাজধানীর মার্কেটে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ২৮ মার্চ ২০২১

সারাদেশে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। তবে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালের কোনো প্রভাব নেই ঢাকার রাজপথে। রাস্তায় মানুষের সমাগম কিছুটা কমেছে। সেই সঙ্গে মার্কেটগুলোতে কমেছে ক্রেতা সমাগম। দোকানপাট খোলা থাকলেও ক্রেতা কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

রোববার রাজধানীর বাবুবাজার, নয়াবাজার, ইসলামপুরের কাপড় মার্কেট, পাটুয়াটুলী ইলেকট্রনিক্স ও অপটিক্যাল মার্কেট, বেগমবাজার, তাঁতীবাজার, নবাবপুর রোড ও নর্থ-সাউথ রোডের দোকানপাট, ফুলবাড়িয়া মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট ও সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট খোলা রয়েছে।

jagonews24

এছাড়া রাজধানীর গুলিস্তান, বঙ্গবন্ধু এভিনিউ, আশপাশের বিভিন্ন মার্কেট, নবাবপুর, কাপ্তানবাজার, ঠাঁটারিবাজার, নয়াবাজারের মার্কেট খোলা থাকলেও ক্রেতা সমাগম কম।

এ বিষয়ে রাজধানীর গুলিস্তান কমপ্লেক্সের গিনি শাড়ি বিতানের মালিক ফজলুর রহমান জাগো নিউজকে বলেন, ‘হরতাল ঘোষণা দিলেও আজ আমাদের মার্কেট খোলা আছে। কিন্তু তুলনামূলক কাস্টমার কম। অন্যান্য দিনের মতো দূর-দূরান্ত থেকে যে ক্রেতা আসতো আজ তেমনটা নেই।’

jagonews24

রাজধানীর গুরুত্বপূর্ণ প্রতিটি মোড়ে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা কম থাকলেও যান চলাচল স্বাভাবিক দেখা গেছে। মোড়ে মোড়ে ব্যাপক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। রোববার সকাল থেকেই রাজধানীর পল্টন, বায়তুল মোকাররম, দৈনিক বাংলার মোড় ও মতিঝিল এলাকাসহ গুরুত্বপূর্ণ জায়গায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

এর আগে গতকাল ঢাকাসহ সারাদেশে হরতালের দিন বাস চলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দেয় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। ফলে কোথাও হরতালের প্রভাব দেখা যায়নি। পল্টন, শাহবাগ, গুলিস্তান, ফার্মগেট, মিরপুর, আজিমপুর, মিরপুরসহ সবখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এফএইচ/এমএসএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।