পরিকল্পনা কমিশনের দুই সচিব করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ৩১ মার্চ ২০২১

পরিকল্পনা কমিশনের দুইজন সদস্য (সচিব) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হলেন- একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ ও পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (জ্যেষ্ঠ সচিব) ড. শামসুল আলম এবং ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মো. মামুন-আল-রশীদ।

সাধারণ অর্থনীতি বিভাগের সদস্যের একান্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) সাখাওয়াত হোসেনও করোনায় আক্রান্ত। তিনি জাগো নিউজকে বলেন, ‘স্যার (ড. শামসুল আলম) ও আমি করোনায় আক্রান্ত। আমাদের দু’জনের করোনা পজেটিভ একসঙ্গেই এসেছে। আমি বাসায় আছি, কিন্তু স্যার হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন।’

আর পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মামুন-আল-রশীদ করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার একান্ত সচিব (জ্যেষ্ঠ সহকারী প্রধান) মোহাম্মদ বারিউল করিম খান।

তিনি জাগো নিউজকে বলেন, ‘স্যার ( মামুন-আল-রশীদ) করোনায় আক্রান্ত হয়েছেন। গত রোববার স্যারের করোনা পজেটিভ আসে। তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন। তার অক্সিজেন লেভেল এখন পর্যন্ত ভালো। শরীরে জ্বর আছে। চিকিৎসক পরামর্শ দিলে তবেই তাকে হাসপাতালে নেয়া হবে।’

পিডি/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।