এএফএমসি এবং আর্মি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা স্থগিত
করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারি নিষেধাজ্ঞার প্রেক্ষিতে আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এবং পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার (৫এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে বাংলাদেশ সরকার কর্তৃক সার্বিক কার্যাবলি/চলাচলে নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষিতে আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এবং পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তির লিখিত পরীক্ষা স্থগিত করা হলো।
পরীক্ষার নতুন নির্ধারিত তারিখ পরবর্তীতে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এমইউ/এসএইচএস/এমকেএইচ