করোনায় মারা গেলেন লেখক মুশতাক আহমেদের বাবা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:৩৪ এএম, ০৬ এপ্রিল ২০২১

করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন সম্প্রতি কারাগারে মারা যাওয়া লেখক ও অ্যাক্টিভিস্ট মুশতাক আহমেদের বাবা আবদুর রাজ্জাক। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মুশতাকের সহযোদ্ধা দিদারুল ভুইয়া জানান, কয়েকদিন ধরে মুশতাকের বাবা, মা, স্ত্রী সবাই করোনাক্রান্ত। তার বাবা ও স্ত্রী হাসপাতালে। বাবার অবস্থা একটু বেশি খারাপ ছিল।

তিনি জানান, প্রথমে লালমাটিয়ায় একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে রোগী বেড়ে যাওয়ায় নিয়মিতভাবে অক্সিজেন দেওয়ার সুযোগ কমে যায়। চিকিৎসকের পরামর্শে সোমবার সন্ধ্যায় তাকে এভারগ্রিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা জানান, সেখানে আধা ঘণ্টার মধ্যে পরপর দুই বার ম্যাসিভ হার্ট অ্যাটাক করলে তার মৃত্যু হয়।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।