করোনার দ্বিতীয় টিকা নিলেন সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০৮ এপ্রিল ২০২১

করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতালে সপরিবারে তিনি করোনার টিকা নেন।

টিকা নেয়ার পর সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, আলহামদুলিল্লাহ। ভালো আছি। করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছি। এখন পর্যন্ত শারীরিকভাবে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করছি না। কৃতজ্ঞতা রইলো প্রধানমন্ত্রীর প্রতি। বৈশ্বিক মহামাীরতে তার দৃঢ়তা, সাহসিকতা এবং দূরদর্শিতায় করোনা মোকাবিলায় সবাইকে নিয়ে একত্রিত হয়ে কাজ করছেন আর বিশ্বের প্রথম দিকেই আমাদের ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন।

তিনি বলেন, নগরবাসীর কাছে অনুরোধ ভ্যাকসিন গ্রহণ করার সঙ্গে স্বাস্থ্যসুরক্ষা মেনে চলুন এবং নিজেকে ও নিজের পরিবারকে নিরাপদ রাখুন।

এমএমএ/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।