বিএসএমএমইউতে আরও ১৭৩১ জনের টিকাগ্রহণ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ১১ এপ্রিল ২০২১

দেশব্যাপী করোনার দ্বিতীয় দফার টিকাদান কার্যক্রমের তৃতীয় দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে রোববার (১১ এপ্রিল) আরও এক হাজার ৭১১ জন টিকা নিয়েছেন।

তাদের মধ্যে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক হাজার ৫২৯ জন এবং প্রথম ডোজের টিকা নিয়েছেন ২০২ জন।

এখন পর্যন্ত বিএসএমএমইউতে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫২ হাজার ৪৪৫ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪ হাজার ৫৪৬ জন।

আজ যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে সাবেক সচিব ওয়ালিউল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, অভিনেত্রী ফেরদৌসী মজুমদার, বিচারপতি মুজিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রশীদুল আলম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব কামাল আবু নাসের চৌধুরী, সাবেক সচিব মফিজুল হক, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম প্রমুখ।

এদিকে বিএসএমএমইউ কর্তৃপক্ষের উদ্যোগে বেতার ভবনে স্থাপিত পিসিআর ল্যাবে রোববার ৬৭৫ জনসহ এ পর্যন্ত এক লাখ ২৯ হাজার ৯৭১ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। বেতার ভবনের ফিভার ক্লিনিকে আজকের ২৭৫ জনসহ এ পর্যন্ত ৮৮ হাজার ৯৬৮ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন।

অন্যদিকে করোনা ইউনিটে রোববার সকাল আটটা পর্যন্ত ৭ হাজার ৭২৮ জন রোগী সেবা নেন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৪৭০ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ হাজার ৬৮৭ জন। বর্তমানে ভর্তি আছেন ১৯৬ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ২০ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৯ জন রোগী।

এমইউ/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।