বিমানের কুয়ালালামপুর-ঢাকা ও ঢাকা-রিয়াদ ফ্লাইটের সময়সূচি পরিবর্তন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:১০ এএম, ১৩ এপ্রিল ২০২১

করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধির প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আগামী ১৩ এপ্রিল কুয়ালালামপুর-ঢাকা বিজি০৮৭ ফ্লাইট ও আগামী ১৪ এপ্রিল রাতে ঢাকা-রিয়াদের বিজি৪০৩৯ ফ্লাইটের সময় পরিবর্তন করা হয়েছে।

সোমবার বিমানের উপ-মহাব্যবস্থাপক, জনসংযোগ তাহেরা খন্দকার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আগামী ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ থেকে সকল যাত্রীবাহী বিমান চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করায় এ ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালিত হবে-

>> ঢাকা-কুয়ালালামপুর বিজি০৮৬ ১৩ এপ্রিল দুপুর ২টায় ঢাকা থেকে ছাড়বে (ঢাকা স্থানীয় সময়)।

>> কুয়ালালামপুর-ঢাকা (বিজি০৮৭) ১৩ এপ্রিল রাত ৯টায় কুয়ালালামপুর থেকে ছাড়বে (কুয়ালালামপুর স্থানীয় সময়)।

>> ঢাকা- রিয়াদ বিজি (৪০৩৯এ) ১৩ এপ্রিল রাত সাড়ে ১১টায় ছেড়ে যাবে (ঢাকা স্থানীয় সময়)।

এই ফ্লাইটের যাত্রীদেরকে নতুন সময়সূচি অনুযায়ী অন্তত ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার জন‍্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

বিস্তারিত তথ্যের জন‍্য যেকোনো বিমান সেলস অফিস অথবা বিমান কল সেন্টার নম্বরে (০১৯৯০-৯৯৭৯৯৭) যোগাযোগ করার জন‍্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

এমইউ/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।