সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:৪৫ এএম, ১৩ এপ্রিল ২০২১
ফাইল ছবি

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই মো. ইব্রাহিমের রডের আঘাতে মো. ইসহাক (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (১২ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বাসিন্দা আলন মিয়ার দুই ছেলে ইসহাক ও ইব্রাহিমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার ঘরের কাজ করাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে ইব্রাহিমের রডের আঘাতে মারাত্মক আহত হন ইসহাক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জাগো নিউজকে বলেন, সম্পত্তির বিরোধ এবং বাড়ি নির্মাণকে কেন্দ্র করে বাড়বকুণ্ড ইউনিয়নে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হচ্ছে। ঘটনার বিষয়ে এখনও মামলা হয়নি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মিজানুর রহমান/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।