চট্টগ্রামে ২ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:১২ এএম, ১৩ এপ্রিল ২০২১

চট্টগ্রাম মহানগরের চকবাজার থানা এলাকা থেকে দুই হাজার ইয়াবাসহ মো. রাজিব খান (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেফতার করে। রাজিবের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শাহ মো. আব্দুর রউফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় নগরের চকবাজার এলাকা থেকে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

তার বিরুদ্ধে চকবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।

মিজানুর রহমান/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।