স্বাস্থ্যবিধি না মানায় ডিএনসিসির ১৪ মামলা
করোনাভাইরাসের বিস্তার রোধে চলমান বিধিনিষেধ না মানায় ১৪টি মামলায় ১৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেছেন ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ডিএনসিসি এলাকার অঞ্চল-৪ এর ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ডে সরকারের আদেশ অমান্য, মাস্ক ব্যবহার না করা, সামাজিক দূরত্ব মেনে না চলা, হোটেল, রেস্টুরেন্ট ও দোকান খোলার দায়ে সাতটি মামলায় ৭০০০ টাকা এবং অঞ্চল-৯ এর ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডে অপর সাতটি মামলায় আরও ৬৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এভাবে ১৪টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ১৩ হাজার ৯০০ টাকা। এসময় সকলকে সরকারের নির্দেশনাসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।
এমএমএ/ইএ