করোনায় মোট মৃতের ৯৭ শতাংশের বয়স ত্রিশোর্ধ্ব

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ১৬ এপ্রিল ২০২১
ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ১০ হাজার ১৮২ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৭ হাজার ৫৬৬ জন (৭৪ দশমিক ৩১ শতাংশ) এবং নারী ২ হাজার ৬১৬ জন (২৫ দশমিক ৬৯ শতাংশ)।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, করোনায় মোট মৃতের মধ্যে ৯৭ দশমিক শূন্য দুই শতাংশের বয়স ত্রিশ বছরের বেশি। বয়সের হিসেবে শূন্য থেকে ১০ বছর বয়সী ৪০ জন (শূন্য দশমিক ৩৯ শতাংশ), ১১ থেকে ২০ বছর বয়সী ৭১ জন (শূন্য দশমিক ৭০শতাংশ), ২১ থেকে ৩০ বছর বয়সী ১৯২ জন (৫ দশমিক ৩৪ শতাংশ), ৩১ থেকে ৪০ বছর বয়সী ৫০৫ জন (৪ দশমিক ৯৬ শতাংশ), ৪১ থেকে ৫০ বছর বয়সী ১ হাজার ১৩৩ জন (১১ দশমিক ১৩ শতাংশ), ৫১ থেকে ৬০ বছর বয়সী ২ হাজার ৫০৩ জন (২৪ দশমিক ৫৮ শতাংশ) এবং ৬০ বছরের ঊর্ধ্বে ৫ হাজার ৭৩৮ জন (৫৬ দশমিক ৩৫ শতাংশ)।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১০১ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব ৭ জন, চল্লিশোর্ধ্ব ৮ জন, পঞ্চাশোর্ধ্ব ২৩ জন এবং ষাটোর্ধ্ব ৬৩ জন রয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, একই সময়ে ১৮ হাজার ৭০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯০৬টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫১ লাখ ৩৪ হাজার ৪৭৮টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৩৬ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৬৯৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২ হাজার ৯০৮ জন। মোট পরীক্ষা ও শনাক্ত বিবেচনায় সুস্থ রোগীর হার ৮৪ দশমিক ৪৩ শতাংশ।

এমইউ/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।