চট্টগ্রামে চাঁদাবাজির মামলায় হত্যা-ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:০৬ এএম, ১৭ এপ্রিল ২০২১

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকায় চাঁদাবাজির মামলায় মো. আনোয়ার হোসেন নামে হত্যা-ধর্ষণসহ মোট নয় মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে থানার চন্দ্রনগর এলাকার চৌধুরী নগরের উদার পাহাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

আনোয়ার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার গোপালপুর গ্রামের মো. আব্দুর রবের ছেলে এবং বর্তমানে তিনি বায়েজিদ থানার বাংলাবাজার ডেবারপাড় জামতলা এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, গত ২৭ মার্চ বাংলাবাজারে এক দোকানির কাছ থেকে চাঁদা দাবি করেন আনোয়ারসহ তার সহযোগীরা। দোকানি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে মারধর এবং দোকান ভাঙচুর করা হয়। পরে ভুক্তভোগী দোকানি গত ৮ এপ্রিল একটি চাঁদাবাজি মামলা করেন। মামলায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। এরপর থেকে বাকি সবাই পলাতক ছিলেন। শুক্রবার রাতে গোপন সংবাদে আনোয়ারকে গ্রেফতার করা হয়।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জাগো নিউজকে বলেন, ‘আনোয়ার বায়েজিদ এলাকায় নানা অপকর্মের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণসহ মোট নয়টি মামলা এবং একাধিক অভিযোগ রয়েছে।’

ওসি আরও বলেন, ‘আনোয়ারের ভয়ে অনেকে মামলা বা অভিযোগ করতে আসে না। কিছুদিন আগেও তাকে একটা ধর্ষণ মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছিল। বায়েজিদ এলাকায় তার বেশকিছু সহযোগী আছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’

মিজানুর রহমান/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।