করোনামুক্ত হলেন চট্টগ্রামের সিভিল সার্জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ২২ এপ্রিল ২০২১

করোনামুক্ত হয়েছেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে সিভিল সার্জন নিজেই জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আল্লাহর রহমতে সবার দোয়ায় আজ (বৃহস্পতিবার) আমার করোনা নেগেটিভ ফলাফল এসেছে। আক্রান্ত হওয়ার পর সবাই আমার জন্য দোয়া করেছেন। এজন্য আমি কৃতজ্ঞ। করোনার দ্বিতীয় পর্যায়ের এই সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানাচ্ছি।’

এর আগে গত ২৯ মার্চ নমুনা পরীক্ষার প্রতিবেদনে তার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। কয়েকদিন তিনি নিজ বাসায় আইসোলেশনে থাকলেও একপর্যায়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

সিভিল সার্জনের পাশাপাশি ডা. সেখ ফজলে রাব্বি করোনাভাইরাস চিকিৎসার জন্য বিশেষায়িত চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কেরও দায়িত্বও পালন করছেন। ফেব্রুয়ারির প্রথম দিকে তিনি করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন।

মিজানুর রহমান/এসএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।