চট্টগ্রামে ৩০ মিনিটে মিলবে করোনার ফলাফল
চট্টগ্রাম নগরে করোনা পরীক্ষায় ‘এন্টিজেন টেস্ট’ পদ্ধতি চালু করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক। এর মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই নমুনা পরীক্ষার ফলাফল পাবে করোনা রোগীরা।
শনিবার (২৪ এপ্রিল) বিবিরহাটে ব্র্যাকের একটি বুথে এই কার্যক্রম চালু হয়। এক সপ্তাহের মধ্যেই নগরে তাদের চারটি বুথে এ সেবা চালু হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, করোনা শনাক্তের জন্য এতদিন ধরে দেশে রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিএকশন (আরটি-পিসিআর) পদ্ধতি চালু ছিল। এটিতে ফলাফল পেতে স্বাভাবিকভাবে দুই-তিন লেগে যায়। কিন্ত এন্টিজেন টেস্টের মাধ্যমে মাত্র ৩০ মিনিটে ফলাফল পাবে করোনা রোগীরা।
তবে এন্টিজেন টেস্ট এতদিন বাংলাদেশে নিষিদ্ধ ছিল। যাচাই-বাছাই শেষে মাত্র কয়েকদিন আগে সরকার এটিকে অনুমোদন দেয়। এরপর আজকে (শনিবার) ঢাকা ও চট্টগ্রামে একযোগে এন্টিজেন টেস্ট চালু করে ব্র্যাক।
এ বিষয়ে ব্র্যাকের চট্টগ্রাম অঞ্চলের প্রধান মো. হানিফ উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘চট্টগ্রাম নগরে করোনার নমুনা সংগ্রহের জন্য আমাদের চারটি বুথ চালু আছে। আজকে বিবির হাটের বুথে এন্টিজেন টেস্ট চালু হয়েছে। আগামীকাল প্রেস ক্লাব বুথে এ সেবা চালু হবে। এক সপ্তাহের মধ্যেই বাকি দুটি বুথেও এ পদ্ধতি চালু হবে।’
তিনি বলেন, ‘করোনার বেশি উপসর্গ আছে এমন রোগীকে এন্টিজেন পদ্ধতিতে টেস্ট করা হবে। এখানে পজিটিভ হলে ৩০ মিনিটের মধ্যে জানানো হবে। নেগেটিভ হলে একদিন পরে এসএমএসের মাধ্যমে জানতে পারবে।’
এছাড়াও পজিটিভ হলে জমা নেয়া সরকারি ফি ১০০ টাকা সঙ্গে সঙ্গে ফেরত দেয়া হবে। আবার নেগেটিভ হলে ওই ফি ফেরত পাবে না। কারণ ল্যাবে সরকারিভাবে ১০০ টাকা জমা দিতে হয়।
মিজানুর রহমান/এমআরএম/জিকেএস