কর্মহীন ২৬০০ পরিবহন শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ২৪ এপ্রিল ২০২১

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা অঞ্চলের ৩২টি পরিবহন কোম্পানির কর্মহীন দুই হাজার ৬০০ শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

শনিবার (২৪ এপ্রিল) সকাল থেকে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও কোম্পানিগুলোর যৌথ অর্থায়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ’র নির্দেশে এই খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, তেল, পিঁয়াজ ও আলু।

jagonews24

এ বিষয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, লকডাউনে সকল রুট মলিক সমিতি বা পরিবহন কোম্পানিগুলোকে কর্মহীন শ্রমিকদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আমরা সবাই যদি এসব শ্রমিকদের পাশে দাঁড়াই তাহলে কোনো শ্রমিক না খেয়ে থাকবে না।

এর আগে গত রোববার মহাখালী বাস টার্মিনালে নিজ অর্থায়নে লকডাউনে কর্মহীন ১ হাজার ২০০ পরিবহন-শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

jagonews24

খাদ্যসামগ্রী বিতরণের সময় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর তপন, সহ-প্রচার সম্পাদক মহারাজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এআরএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।