ঘাতক ট্রাক কেড়ে নিল প্রাণ, বাড়ি ফেরা হলো না নিরঞ্জনের

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ১১:৩১ এএম, ০৬ মে ২০২১
ফাইল ছবি

গাজীপুরের কালীগঞ্জের শহীদ ময়েজউদ্দিন ফেরিঘাট এলাকায় ট্রাকচাপায় নিরঞ্জন রবি দাস (৪০) নামের এক জুতা কারিগর মারা গেছেন।

বুধবার (৫ মে) সন্ধ্যায় কালিগঞ্জ পৌরসভার দেওপাড়া শহীদ ময়েজউদ্দিন ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান।

নিহত নিরঞ্জন গাজীপুর মহানগরের পূবাইল থানার সাপমারা এলাকার মৃত গণেশ রবি দাশের ছেলে। তিনি জুতা সেলাইয়ের (মুচি) কাজ করতেন।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে নিরঞ্জন তার পরিবারের সদস্যদের নিয়ে জামালপুরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পরিবারের সদস্যদের নিয়ে দেওপাড়া এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিরঞ্জনকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অভিজিৎ দাশ বলেন, সন্ধ্যা ৬টার কিছু পরে নিরঞ্জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বিষয়টি পুলিশে জানানো হয়েছে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। পরে বুধবার রাতে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আব্দুর আরমান আরমান/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।