চট্টগ্রামে টিকা নিয়েও দ্বিতীয়বার করোনা আক্রান্ত চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৬ পিএম, ০৯ মে ২০২১

টিকার দ্বিতীয় ডোজ নিয়েও দ্বিতীয়বারের মতো করোনা আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিকাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) করোনা টেস্ট ল্যাবের প্রধান ডা. শাকিল।

এর আগে ২০২০ সালের ২৬ মে প্রথমবার তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। এবার আক্রান্ত হয়েছেন তার পরিবারের আরও দুই সদস্য।

তারা হলেন- স্ত্রী শিরীন আহমেদ (৫৪) ও ছেলে তৌসিফ আহমেদ (৪০)।

রোববার (৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডি থেকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান ডা. শাকিল।

তিনি লিখেন, ‘করোনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। মহামারির শুরু থেকেই দিনরাত লেগে আছি করোনার সঙ্গে। করোনাও মনে হয় আমাকে ছাড়ছে না। আজ কয়েকদিন হালকা জ্বর, গায়ে ব্যথা, গলা ব্যথায় ভুগছিলাম। এতো ব্যস্ততা যে, তা নিয়েই অফিস করছি। দুদিন আগে আমার স্ত্রী-পুত্রদেরও একই লক্ষণ দেখা দেয়ায় আজ তাদের টেস্ট করালাম। তারা দুজনেই পজিটিভ। আঁতকে উঠে নিজের টেস্টও করালাম। আমিও পজিটিভ। অথচ গতবছর মে মাসেই আমার করোনা পজিটিভ হয়েছিল। এ বছর দুই ডোজ ভ্যাকসিন নেয়াও শেষ করেছি। তারপরও আবার করোনা! মনে হয় করোনা আর আমি দুজনে দুজনার হয়ে গেছি! আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।’

উল্লেখ্য, গত বছরের ২৫ মার্চ থেকে ডা. শাকিলের নেতৃত্বে চট্টগ্রামে প্রথম বিআইটিআইডিতে করোনা টেস্ট শুরু হয়।

মিজানুর রহমান/জেডএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।